top of page
কিডনি ডায়ালাইসিস কাদের প্রয়োজন হয়?
ডায়ালাইসিস হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যা তখন প্রয়োজন হয়, যখন কিডনি আর স্বাভাবিকভাবে রক ্ত থেকে বর্জ্য পদার্থ (যেমন: ইউরিয়া, ক্রিয়েটিনিন), অতিরিক্ত পানি এবং লবণ দূর করতে পারে না। সাধারণত ক্রনিক কিডনি ডিজিজ (CKD) বা এন্ড-স্টেজ রেনাল ডিজিজ (ESRD) রোগীদের জন্য ডায়ালাইসিস প্রয়োজন হয়।
যেসব অবস্থায় কিডনি ডায়ালাইসিস প্রয়োজন হতে পারে
১. কিডনির কার্যক্ষমতা ১০-১৫% এর নিচে নেমে গেলে:
-
অর্থাৎ কিডনি ফেইলিউরের চূড়ান্ত পর্যায়ে চলে গেলে।
২. রক্তে বর্জ্য পদার্থ জমে গেলে:
-
ইউরিয়া বা ক্রিয়েটিনিন মাত্রাতিরিক্ত বেড়ে গেলে।
-
লক্ষণ: বমি, দুর্বলতা, অরুচি, মাথা ঘোরা, ঘুমে সমস্যা।
৩. অতিরিক্ত পানি জমে গেলে:
-
শরীরে ফুলে যাওয়া (edema), শ্বাসকষ্ট দেখা দিলে।
৪. রক্তে পটাশিয়াম বা অ্যাসিডের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে গেলে:
-
যা হৃদযন্ত্রের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
৫. তীব্র কিডনি ক্ষতি (Acute Kidney Injury - AKI):
-
কোনো কারণে হঠাৎ করে কিডনি কাজ না করলে (যেমন: রক্তচাপ কমে যাওয়া, বিষক্রিয়া, সেপসিস ইত্যাদি) সাময়িকভাবে ডায়ালাইসিস প্রয়োজন হতে পারে।
bottom of page