top of page
ডায়ালাইসিসের প্রধানত ২টি প্রকার আছে
1️⃣ হিমোডায়ালাইসিস (Hemodialysis):
– মেশিনের মাধ্যমে রক্ত শরীর থেকে বের করে ছেঁকে আবার শরীরে ফেরত দেওয়া হয়।
– সাধারণত হাসপাতালে বা ডায়ালাইসিস সেন্টারে করা হয়।
– সপ্তাহে ২-৩ বার করতে হয়।
2️⃣ পেরিটোনিয়াল ডায়ালাইসিস (Peritoneal Dialysis):
– পেটের ভেতরের ঝিল্লির (Peritoneum) সাহায্যে শরীরেই বর্জ্য ছেঁকে ফেলা হয়।
– বাসায় করা যায়, রোগী নিজেই করতে পারেন।
– প্রতিদিন কয়েকবার করতে হয় বা সারা রাত ধরে হতে পারে (CPD/APD পদ্ধতিতে)।
bottom of page